চলমান টেস্ট সিরিজে আগের ৪ ইনিংসে চরম হতাশ করেছেন এনামুল হক বিজয়। দুইবার ডাক মারা এই ব্যাটার করেছিলেন মাত্র ৪ রান। যদিও কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেন এনামুল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি।
২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ৩২ ইনিংসে আর কোনো সেঞ্চুরি জুটি পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই আক্ষেপ ঘুচল সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটে ভর করে। তাতে প্রথম সেশনে বিনা উইকেটে ১০৫ রান তুলেছে বাং
মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে সিলেট টেস্টে জিততে জিততেও হেরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে যে করেই হোক জিততেই হবে টাইগারদের। ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।